আমার মন্দ স্বভাব জেনেও তুমি-(Amar Mondo Sovav Jeneo Tumi)
Lyrics By- Bari Siddiki
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে,এত ভালো হয় কি মানুষনিজের ক্ষতি করে।
আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে,তবু তুমি কেনো থাকোএই মানুষের সঙ্গে।
অনাদরে থেকেও তুমি
রাখো আমায় যতন করে,এত ভালো হয় কি মানুষনিজের ক্ষতি করে।
আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে,তবু তুমি আশা করো ভালো কিছু পেতে,অবহেলা পেয়েও তুমিকেনো চাও যে আপন করে,এত ভালো হয় কি মানুষ
নিজের ক্ষতি করে।আমার মন্দ স্বভাব জেনেও তুমিকেনো চাইলে আমারে,এত ভালো হয় কি মানুষনিজের ক্ষতি করে।
0 Comments