আমায় তুমি মনে রাখো না রাখো
Song: Amay Tumi Mone Rakho,Cast: Riaz & Purnima,Singer: Monir Khan & Kanak Chapa Music: Alauddin Ali,Movie: Lal Doria,Director: F. I. Manik,Producer: Mosharof Hossain Tula Production: S. M. Flim International
আমায় তুমি মনে রাখো না রাখো
তোমায় তো ভুলা যাবে না
ও ও হৃদয়ের এ বাধন রয়ে যাবে আজীবন
কিছুতেই খোলা যাবে না আ আ
আমায় তুমি মনে রাখো না রাখো
তোমায় তো ভুলা যাবে না
না তোমায় তো ভুলা যাবে না
ভালোবাসার দিনগুলি
স্মৃতি হয়ে কাঁদে
তোমার কথা মনে হলেই
গ্রহণ লাগে চাঁদে
ভালোবাসার দিনগুলি
স্মৃতি হয়ে কাঁদে
তোমার কথা মনে হলেই
গ্রহণ লাগে চাঁদে
প্রাণে প্রাণে যে নাম
চোখের জলে লিখলাম
কোনদিনই মুছা যাবে না আ আ
আমায় তুমি মনে রাখো না রাখো
তোমায় তো ভুলা যাবে না
না তোমায় তো ভুলা যাবে না
তুমি আমার নয়ন জুড়ে
স্বপ্ন হয়ে ছিলে
সে নয়নী অঝোর ধারায়
শ্রাবন হয়ে এলে
তুমি আমার নয়ন জুড়ে
স্বপ্ন হয়ে ছিলে
সে নয়নি অঝোরধারায়
শ্রাবন হয়ে এলে
পুড়েছি বিরহ অনলে
আর কোন আগুনে জ্বলে
এই প্রেম করা যাবে না আ আ
আমায় তুমি মনে রাখো না রাখো
তোমায় তো ভুলা যাবে না
ও হৃদয়ের এ বাধন
রয়ে যাবে আজীবন
কিছুতেই খোলা যাবে না আ আ
আমায় তুমি মনে রাখো না রাখো
তোমায় তো ভুলা যাবে না
না তোমায় তো ভুলা যাবে না
না তোমায় তো ভুলা যাবে না
0 Comments