মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল
গানের শিরোনাম/ Song Title: মধুর মধুর কথা কইয়া || Modhur Modhur Kotha Koiya শিল্পী/Singer: শারমিন দিপু || Sharmin Dipu সুরকার/Composer ও গীতিকার/Lyricist: আক্কাস দেওয়ান || Akkas Dewan
মধুর মধুর কথা কইয়া চিত্তে
দাগা দিল
আমায় মধুর মধুর কথা কইয়া চিত্তে
দাগা দিল
হায় গো সোনা বন্ধে কি দোষে
কান্দাইলো
হায় গো সোনা বন্ধে কি দোষে
কান্দাইলো
মনে ছিল আশা আমার প্রানে ছিল
আশা
বন্ধের সনে গহীন বনে বাধবো সুখের
বাসা
মনে ছিল আশা আমার প্রানে ছিল
আশা
বন্ধের সনে গহীন বনে বাধবো সুখের
বাসা
আমার আশার বাসা ভেঙ্গে
বন্দে কার মায়ায় মজিলো
আমার আশার বাসা ভেঙ্গে
বন্দে কার মায়ায় মজিলো
হায় গো সোনা বন্ধে কি দোষে
কান্দাইলো
হায় গো সোনা বন্ধে কি দোষে
কান্দাইলো
কান্দে পোড়া আখি আমি কেমনে
ঘরে থাকি
বন্ধের জন্য ছটফট করে আমার
পরান পাখি
কান্দে পোড়া আখি আমি কেমনে
ঘরে থাকি
বন্ধের জন্য ছটফট করে আমার
পরান পাখি
আমি পন্থের দিকে চাইয়া থাকি এই
বুঝি আসিল
আমি পন্থের দিকে চাইয়া থাকি এই
বুঝি আসিল
হায় গো সোনা বন্ধে কি দোষে
কান্দাইলো
হায় গো সোনা বন্ধে কি দোষে
কান্দাইলো
তারে না দেখিলে মরি বলো উপায়
কি যে করি
বন্ধুরে না পাইলে আমি গলায় দেব
দড়ি
তারে না দেখিলে মরি বলো উপায়
কি যে করি
বন্ধুরে না পাইলে আমি গলায় দেব
দড়ি
হায় গো লোকে বলবে আক্কাস
দেওয়ান কি মরায় মরিল
হায় গো লোকে বলবে আক্কাস
দেওয়ান কি মরায় মরিল
হায় গো সোনা বন্ধে কি দোষে
কান্দাইলো
মধুর মধুর কথা কইয়া চিত্তে
দাগা দিল
আমায় মধুর মধুর কথা কইয়া চিত্তে
দাগা দিল
হায় গো সোনা বন্ধে কি দোষে
কান্দাইলো
হায় গো সোনা বন্ধে কি দোষে
কান্দাইলো
হায় গো সোনা বন্ধে কি দোষে
কান্দাইলো
0 Comments