সখি তুমি কেন ওগো কেন বোঝনা তুমি হিনা একাকী সময় কাটে না এই বুকে আছে যত ভালোবাসা তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের ভাষা তুমি যে আমার মোনেরি প্রথম শেষ আশা মনে আজও পথ চেয়ে রয় , তুমি আসবে হৃদয় কেন অভিমান করে চলে গেলে তুমি
এখনো তোমার আশায় পথ চেয়ে থাকি কেন তুমি স্বপ্নে এসে দাও মিছে ফাঁকি , এই বুকে আছে যত ভালোবাসা তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা তুমি যে আমার মনেরি প্রথম শেষ আশা মন আজও পথ চেয়ে রয় তুমি আসবে বলেছে হৃদয় কেন অভিমান করে চলে গেলে তুমি
0 Comments