তোমার লাগি কান্দে মন আমার (Tumar Lagi Kande Mon Amar)
song:Kande Mon Amar , singer: Samz Vai, Starring:Afran Nisho, Sabila Nur ,Episode: Cheka Kheye Beka Natok Song, Bangla Song 2019
আমার অন্তর পুইড়া হইলো কালা
কেউ তো দেখেনা,
কত সুখে আছি আমি তুমি জানো না।
হো.. কথা ছিলো আমায় ছেড়ে
তুমি যাবে না,
আমায় কি আর বন্ধু তোমার
মনে পড়ে না ?
তুমি কোন সুখেরি আশায় আমায়
গেলা ছাড়িয়া,
তোমায় ছাড়া আর আমার মন মানে না।
তোমার লাগি কান্দে মন আমার
প্রাণ সখি গো,
হইয়া গেসো এখন তুমি কার?
দিবানিশি তোমায় ভাবি
প্রাণবন্ধু রে,
তোমায় ছাড়া মন বসে না
একলা ঘরে।
তোমার লাগি কলিজা আমার
প্রাণ সখি গো,
হইয়া গেসো এখন তুমি কার?
তোমার লাগি কান্দে মন আমার
প্রাণ সখি গো,
হইয়া গেসো এখন তুমি কার?
আমার অন্তর পুইড়া হইলো কালা
কেউ তো দেখেনা,
কত সুখে আছি আমি তুমি জানো না।
তোমার লাগি কান্দে মন আমার
প্রাণ সখি গো,
হইয়া গেসো এখন তুমি কার?
0 Comments