নিশিতে যাইও ফুলবনে রে ভ্রমরা লিরিক্স
Nishite Jaiyo Fulobone lyrics
নিশিতে যাইও ফুলবনে রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে
নয় দরজা করি বন্ধ
লইয়ো ফুলেরই গন্ধ
নয় দরজা করি বন্ধ
লইয়ো ফুলেরই গন্ধ
অন্তরে জপিয়ো বন্ধের নাম রে ভ্রমরা
অন্তরে জপিয়ো বন্ধের নাম রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে
জ্বালাইয়ো ডিলেরও বাত্তি ফুল ফুটিবে নানান জাতী
জ্বালাইয়ো ডিলেরও বাত্তি ফুল ফুটিবে নানান জাতী
কত রঙ্গের দরবে ফুলের কলি রে ভ্রমরা
কত রঙ্গের দরবে ফুলের কলি রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে
ডাল - পালা বৃক্ষ নাই এমনও ফুল ফুটাইছে সাই
ডাল - পালা বৃক্ষ নাই এমনও ফুল ফুটাইছে সাই
ডাল - পালা বৃক্ষ নাই এমনও ফুল ফুটাইছে সাই
ভাবুক ছাড়া বুজেনা পণ্ডিতের ভ্রমরা
ভাবুক ছাড়া বুজেনা পণ্ডিতের ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে
অধমও শেখ বানু বলে ঢেউ খেলাইয়ো আপন ডিলে
অধমও শেখ বানু বলে ঢেউ খেলাইয়ো আপন ডিলে
পদ্ম যেমন ভাসে গঙ্গার জ্বলেরে ভ্রমরা
পদ্ম যেমন ভাসে গঙ্গার জ্বলেরে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে
্্্্্্্্্্্্্্্্্
0 Comments