মনের মানুষ জিন্দা থাকে মরে না
মনের মানুষ জিন্দা থাকে মরে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না
স্বপ্নে আইসা দুইচোখ ভরে
মনের মধ্যে বসত করে
স্বপ্নে আইসা দুইচোখ ভরে
মনের মধ্যে বসত করে
মন থেকে সরে না রে, সরে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না
চাঁদের সাথে জোছনার পিরিত
জলের সাথে কাদার
মনের সাথে প্রাণের পিরিত
আলোর সাথে আঁধার
চাঁদের সাথে জোছনার পিরিত
জলের সাথে কাদার
মনের সাথে প্রাণের পিরিত
আলোর সাথে আঁধার
প্রেমের মানুষ আগুনেতে
প্রেমের মানুষ আগুনেতে
পোড়ে না রে, পোড়ে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না
দুনিয়াতে সাগর-নদী চোখের জলে গড়া
মানবে না সে যার জীবনে দেয়নি যে প্রেম ধরা
দুনিয়াতে সাগর-নদী চোখের জলে গড়া
মানবে না সে যার জীবনে দেয়নি যে প্রেম ধরা
আসমান ভাইঙ্গা মাটির ওপর
আসমান ভাইঙ্গা মাটির ওপর
পড়ে না রে, পড়ে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না
স্বপ্নে আইসা দুইচোখ ভরে
মনের মধ্যে বসত করে
স্বপ্নে আইসা দুইচোখ ভরে
মনের মধ্যে বসত করে
মন থেকে সরে না রে, সরে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না, মরে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না, মরে না
মনের মানুষ জিন্দা থাকে, মরে না
0 Comments