ভুইলোনা মন তাহারে
নিরিখ বান্দরে দুই নয়নে
নিরিখ বান্দরে দুই নয়নে
ভুইলোনা মন তাহারে
ঐ নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে ভীষন ফেরে
ঐ নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে ভীষন ফেরে
ভুইলোনা মন তাহারে
নিরিখ বান্দরে দুই নয়নে
নিরিখ বান্দরে দুই নয়নে
ভুইলোনা মন তাহারে
আগে নিজেকে চিনো
তোমার গুরুকে মানো
ওরে দেহ পাশ করে আনো
আগে নিজেকে চিনো
তোমার গুরুকে মানো
ওরে দেহ পাশ করে আনো
ওরে সই মোহরের নকল গুরু দিবেন যে দয়া করে
ওরে সই মোহরের নকল গুরু দিবেন যে দয়া করে
ভুইলো না মন তাহারে
হাইরে
ভুইলো না মন তাহারে
প্রেমের গাছে একটি ফল,রসে করে টলমল
ওরে কত ভ্রমর হয় পাগল
প্রেমের গাছে একটি ফল,রসে করে টলমল
ওরে কত ভ্রমর হয় পাগল
সেই ফল গুরু এনে শিষ্যরে দিলে অমর হয় সে সংসারে
সেই ফল গুরু এনে শিষ্যরে দিলে অমর হয় সে সংসারে
ভুইলো না মন তাহারে।
ভুইলো না মন তাহারে।
ফকির কালু শায়ে কয়
আমি বলি যে তোমায়
ওরে সে প্রেম সামান্যতে নয়
ফকির কালু শায়ে কয়
আমি বলি যে তোমায়
ওরে সে প্রেম সামান্যতে নয়
ওরে যেই প্রেমের লাগিয়ারে মানুষ
জংগলেতে বাস করে
ভুইলোনা মন তাহারে।
নিরিখ বান্দরে দুই নয়নে
নিরিখ বান্দরে দুই নয়নে
ভুইলোনা মন তাহারে
ভুইলোনা মন তাহারে
ভুইলোনা মন তাহারে
0 Comments