বুকেতে পাথর বেঁধেছি লিরিক্স
বুকেতে পাথর..বেঁধেছি....
কষ্ট দিলেও লাগবেনা..
যত পারো দিয়ে যাও
আঘাত আমায়..
মুখ খুলে কিছু..বলবো না
বুকেতে পাথর..বেঁধেছি....
কষ্ট দিলেও লাগবেনা..
যত পারো দিয়ে যাও
আঘাত আমায়..
মুখ খুলে কিছু...বলবো না
বুকেতে পাথর.....বেঁধেছি...
চাইনি তো কিছুই অামি.....
তোমাকে ভালোবেসে
এই জীবনে
বিনিময়ে ভরিয়ে দিলে...
শূন্যতা গ্লানি আর,অপমানে
এই কি ছিলো চাওয়া
তবে কেনো এই পাওয়া
একবার শুধু...বলে দাওনা
বুকেতে পাথর...বেঁধেছি...
একদিন বুঝবে তুমি...
কত টুকু ভালোবাসা
দিয়েছি তোমায়
নিরবে..কাঁদবে সেদিন....
কোথাও খুঁজে তুমি
পাবেনা আমায়
যেদিন জেনে যাবে
তোমাকে বুকে ধরে
এ জীবন সপেছি..নিয়ে বেদনা
বুকেতে পাথর...বেঁধেছি....
কষ্ট দিলেও লাগবেনা..
যত পারো দিয়ে যাও
আঘাত আমায়..
মুখ খুলে কিছু...বলবো না....
0 Comments